ইসরায়েলি হামলার পর ইরান বলল—যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা এখন ‘অর্থহীন’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক উত্তেজনার প্রতীকী ছবি
ইসরায়েলি হামলার জেরে ইরান পারমাণবিক আলোচনা ‘অর্থহীন’ ঘোষণা করে।

কায়রো, ১৪ জুন: ইরান জানিয়েছে, ইসরায়েলের সাম্প্রতিক অভূতপূর্ব সামরিক হামলার পর এখন আর যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনার কোনো অর্থ নেই। তারা যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে এই হামলার পেছনে মদদ দেওয়ার জন্য।

তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘায়ি তাসনিম নিউজকে বলেন, “যুক্তরাষ্ট্র এমনভাবে আচরণ করেছে যাতে সংলাপের সব অর্থ শেষ হয়ে যায়। আপনি একদিকে আলোচনার দাবি করবেন, আবার অন্যদিকে ইসরায়েলকে আমাদের ভূখণ্ডে আক্রমণের সুযোগ দেবেন—এটা অগ্রহণযোগ্য।”

তিনি আরও বলেন, ইসরায়েল ‘কৌশলে’ কূটনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করেছে, এবং এই হামলা মার্কিন অনুমতি ছাড়া সম্ভব ছিল না।

তেহরান আগেই অভিযোগ তোলে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার বিষয়ে জড়িত। যদিও ওয়াশিংটন তা সরাসরি অস্বীকার করেছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানকে আলোচনায় ফেরার ‘বুদ্ধিমত্তার পরামর্শ’ দেয়।

এমন প্রেক্ষাপটে আগামী রবিবার ওমানের মুসকটে অনুষ্ঠেয় ষষ্ঠ রাউন্ড পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হবে কিনা তা এখন অনিশ্চিত।

ইরান জোর দিয়ে বলেছে, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম শুধু বেসামরিক উদ্দেশ্যে, কোনো গোপন পারমাণবিক অস্ত্র নির্মাণের উদ্দেশ্যে নয়। অন্যদিকে ইসরায়েল বরাবরই অভিযোগ করে আসছে, ইরান গোপনে পারমাণবিক বোমা বানাতে চাইছে।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়টার্সকে বলেন, “আমাদের জানা ছিল ইসরায়েল হামলা করতে যাচ্ছে। কিন্তু তবুও আমরা আলোচনার সুযোগ দেখছি।”


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url