ইমরান হাশমির ইচ্ছা: আলিয়া ভাটের সঙ্গে একসঙ্গে পর্দায় জুটি বাঁধার স্বপ্ন
![]() |
বলিউডে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন ইমরান হাশমি – আলিয়া ভাটের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধতে পারেন খুব শীঘ্রই। |
গ্লোবাল টাইমস বাংলা ডেস্ক: বলিউডে আত্মীয়তার বন্ধন প্রায়ই দর্শকদের বিস্মিত করে। এমন অনেক তারকা রয়েছেন, যারা একই পরিবারের সদস্য হলেও কখনো একসঙ্গে স্ক্রিন শেয়ার করেননি। এমনই এক সম্পর্ক রয়েছে বলিউড সুপারস্টার আলিয়া ভাট এবং অভিনেতা ইমরান হাশমির মধ্যে। দূর সম্পর্কের ভাই-বোন এই জুটি এখনও পর্যন্ত কোনো সিনেমায় একসঙ্গে কাজ করেননি, যদিও দু’জনেই বলিউডে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান হাশমি জানান, তিনি আলিয়ার সঙ্গে কাজ করতে আগ্রহী। আলিয়ার প্রশংসায় ভাসিয়ে তিনি বলেন, “পর্দায় ওর অভিনয় এমন যে চোখ সরানো যায় না। ওর প্রতি আমার অসীম শ্রদ্ধা আছে।”
ইমরান আরও বলেন, “যদি ভালো একটি চিত্রনাট্য ও একজন দক্ষ পরিচালক পাই, তাহলে অবশ্যই আমি আলিয়ার সঙ্গে কাজ করতে চাই।” তিনি এও জানান, আলিয়া যেভাবে ছোট থেকে কঠোর পরিশ্রম করে নিজের জায়গা করে নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।
আলিয়ার ক্যারিয়ার ও ইমরানের নিজের ক্যারিয়ারে মহেশ ভাটের প্রভাবও স্বীকার করেন ইমরান। তিনি বলেন, “মহেশ ভাট আমাদের দু’জনের জীবনেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর অনুপ্রেরণায় আমরা আজ এই অবস্থানে।”
ভক্তদের বহুদিনের ইচ্ছা হয়তো এবার বাস্তবে পরিণত হতে পারে। যদি সবকিছু ঠিকঠাক চলে, তাহলে ভবিষ্যতে হয়তো দেখা যেতে পারে ইমরান-আলিয়া জুটিকে পর্দায়, যা নিঃসন্দেহে বলিউডপ্রেমীদের জন্য এক বড় চমক হতে পারে।